বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান হলেন রাবি শিক্ষার্থী চিশতী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তরুণ শিক্ষার্থী মাহমুদ ওমর চিশতী বিপুল ভোটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়যুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) লালমনিরহাটের ৩নং কমলাবাড়ী ইউনিয়নে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১৫শ ৯৪ ভোট বেশি পেয়ে পরাজিত করেন এই শিক্ষার্থী।
জানা যায়, ভোটে চিশতী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩১৮ ভোট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে ৪ হাজার ৭২৩ ভোট। এছাড়া তার পিতা ও চাচা দীর্ঘদিন একই ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। চাচার মৃত্যুর পরে স্বীয় পদে নির্বাচন করে জয়ের মালা বরণ করার সৌভাগ্য অর্জন করলেন চিশতী।
চিশতীর পরিবার সূত্রে জানা গেছে, রাবির এই তরুণ শিক্ষার্থীর পিতা শামসুল ইসলাম সুরুজ। তিনি ১৯৮২ থেকে ২০০৩ সাল তথা টানা ২০ বছর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়যুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পরে তাঁর বাবার মৃত্যুর পর ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একই ইউনিয়নে নির্বাচনে জয়যুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন চিশতীর চাচা শওকত আলী।
বিজয়ের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করে চিশতী জানান, আমার পরিবার ঐতিহ্যগতভাবে রাজনৈতিক পরিবার। সেই ধারাবাহিকতা রাজনীতিতে আসা। তাই জনগণ আমাকে তাদের পাশে থেকে কাজ করার সুযোগ দেয়াই আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, আমি সর্বদা চেষ্টা করব জনগণের পাশে থেকে সেবা করার। পাশাপাশি এলাকার অবকাঠামোর উন্নয়ন তরান্বিত করতে আমার বেশকিছু পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে এসব এসব কার্যক্রম শুরু হবে।
গতকাল ১১ নভেম্বর দ্বিতীয়ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও ভোট হচ্ছে ৮৩৮ ইউপিতে। কেননা, চারটির ভোট স্থগিত করা হয়েছে। একটির ভোট বাতিল করেছে ইসি। আর পাঁচটিতে সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।