কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্প্রদায়িক সম্প্রীতির সমাবেশ
সারাদেশ ব্যাপী সংঘটিত স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির সহিংসতা বিরোধী সাম্প্রদায়িক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ নভেম্বর (বুধবার) বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক এই সমাবেশের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এক লিখিত প্রবন্ধে বলেন, বাংলাদেশ সৃষ্টির মূলে ছিল ধর্মরাষ্ট্রের পরিবর্তে একটা জাতি রাষ্ট্র সৃষ্টি করা।জাতি রাষ্ট্রের উপাদান সমূহ সংরক্ষণের ছিল জনগনের ও সরকারের। কিন্তু সাম্প্রদায়িক শক্তি স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি আরো বলেন, পরাজিত শক্তিরা জনমত নিয়ে ক্ষমতায় যেতে পারবে না বলেই তারা সহিংসতার পথ বেছে নিয়েছে। রামুতে যা ঘটেছিল কুমিল্লায় তার চেয়ে গুরুতর ঘটনা সংঘটিত করে গোটা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করেছিল। তাদের লক্ষ্য ছিল দেশব্যাপী সহিংসতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা। সরকারের সঠিক পদক্ষেপে তা সম্ভব হয়নি।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শনের একটি অসাধারণ অংশ হলো অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ। আজকে বঙ্গবন্ধুর বাংলায় কোনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে তা কোন ক্রমেই কাম্য হতে পারে না।
তিনি আরো বলেন, আমাদের স্বাধীনতার সকল শক্তি একত্রিত হয়ে এই ধরনের অপশক্তি, উগ্র, জঙ্গগোষ্ঠীর বিরুদ্ধে আজকে আমাদের শক্তিশালী অবস্থান থাকতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইয়াফিস ওসমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড কামরুল হাসান খান, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান এমপি প্রমুখ।