০৭ নভেম্বর ২০২১, ১০:০৭

ছাত্রলীগের মারামারিতে চ্যারিটি শো পণ্ড, দুশ্চিন্তায় অয়নের সহপাঠীরা

  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র অয়ন ভট্টাচার্য। জটিল হৃদ্‌রোগে আক্রান্ত এই শিক্ষার্থীর চিকিৎসার খরচ সংগ্রহ করতে দুই দিনব্যাপী (শুক্র ও শনিবার) চ্যারিটি শোয়ের আয়োজন করেছিলেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। ছাত্রলীগের দুটি পক্ষের মারামারিতে প্রথমদিনেই ‘কনসার্ট ফর অয়ন’ নামের ওই শো পণ্ড হয়েছে।

জানা গেছে, অয়ন ভট্টাচার্যের চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা প্রয়োজন। ছাত্রলীগের মারামারিতে এই চ্যারিটি শো পণ্ড হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন অয়নের সহপাঠীরা। এখন পর্যন্ত মাত্র ১২ লাখ টাকা সংগ্রহ করেছে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। 

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ‘কনসার্ট ফর অয়ন’ এর অর্থ সংগ্রহ বিষয়ক সম্পাদক মেহরিন। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ১২ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। এর মধ্যে ছবি বিক্রি করে ৩০ হাজার টাকার মতো সংগ্রহ হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বন্ধুর চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকা দরকার। এজন্য আমরা দুই দিনের জন্য কনসার্টের আয়োজন করেছিলাম। কিন্তু ছাত্রলীগের মারামারিতে এ আয়োজন পণ্ড হয়ে গেছে। আমরা অনেক চিন্তায় পড়ে গেছি।

পরবর্তী পদক্ষেপ কি নেয়া হবে, জানতে চাইলে মেহরিন বলেন, আমরা অয়নের বন্ধুরা আজকে রাতে একসঙ্গে বসব। সিদ্ধান্ত নেবো কিভাবে বাকি অর্থ সংগ্রহ করা যায়।

উল্লেখ্য, অয়ন ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি সম্প্রতি জটিল হৃদরোগে (Dissecting aneurysm of descending and abdominal aorta) ভুগছেন। বিদেশে চিকিৎসার জন্য অনতিবিলম্বে ৩৫ লাখ টাকা প্রয়োজন। তার চিকিৎসার্থে তার পরিবার এত বড় অংকের অর্থ বহন করতে সক্ষম নয়। এজন্যই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।