রাজধানীতে ট্রেনের ধাক্কায় জাবি কর্মকর্তার মৃত্যু
রাজধানীর খিলগাঁও রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর এ ঘটনাটি ঘটে। ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সত্যতা নিশ্চিত করেন।
নিহতের নাম মো. আশরাফুল আলম বাচ্চু (৪৫)। তিনি জামালপুর সদর উপজেলার ছোট বশিয়াপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। স্ত্রী ও সন্তানদের নিয়ে মিরপুরের শেওড়াপাড়ায় থাকতেন। জাবির ডেপুটি কম্পট্রোলার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন রেজাউল মাসুম বলেন, আশরাফুল তার পরিবার স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন, সেখানে তাদেরকে রেখে স্ত্রীর বড় বোনের মেয়েকে (ভাগ্নি) নিয়ে আমার খিলগাঁওয়ের বাসায় আসছিলেন। এখানে ভাগ্নিকে রেখে যাওয়ার কথা ছিল। আগামী ১০ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার ভাগ্নির।
তিনি বলেন, খিলগাঁও রেলগেইট এলাকায় কমগতি থাকা অবস্থায় ট্রেন থেকে দুজনই নেমে রেললাইন দিয়ে যাচ্ছিলেন, সামনের দিকে ছিলেন আশরাফুল, পেছনে তার ভাগ্নি। লাইন পর হওয়ার সময়ে পাশের লাইন দিয়ে যাওয়া আরেকটি চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়।
অসাবধানতার কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফের ।