আন্দোলনের মুখে রাবির ছাত্রী হলের বিধিনিষেধ শিথিল

আন্দোলনরত ছাত্রীরা
আন্দোলনরত ছাত্রীরা  © টিডিসি ফটো

ছাত্রীদের আন্দোলনের মুখে বিধিনিষেধ শিথিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল কর্তৃপক্ষ। শুক্রবার (৫ নভেম্বর) রাতে হলের মূল ফটকে অবস্থান কর্মসূচি করলে এ দাবি মেনে নেয় তারা।

গণরুমে রান্না না করার বিধিনিষেধ বাতিল, সন্ধ্যা ৭টার মধ্যে হলে প্রবেশের নিয়মনীতি বাতিল এবং ডাইনিং-ক্যান্টিনের কর্মচারী পরিবর্তন আনা সংবলিত তিন দফা দাবিতে আন্দোলন করেন হলের শিক্ষার্থীরা।

কর্মসূচীতে তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী মেহেরীন মিতু অভিযোগ তুলে জানান, হল খোলার পর থেকেই আমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে গণরুমে রান্না করলে সিট বাতিল করে দেওয়া হবে। গণরুমের শিক্ষার্থীদের জোরপূর্বক ডাইনিংয়ের অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য করা হচ্ছে। কিন্তু ডাইনিংয়ের কর্মচারীরা দীর্ঘদিন যাবত আমাদের জন্য মানসম্মত খাবার পরিবেশন করছে না।

হলের আরেক আবাসিক শিক্ষার্থী মাহমুদা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে আমাদের সন্ধ্যা ৭টার মধ্যে হলে প্রবেশে বাধ্য করা হচ্ছে। না হলে আমাদের বাসায় ফোন দিয়ে জানানো হচ্ছে।

এসসয় প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিশ্ববিদ্যালয় প্রক্টর লিয়াকত আলী হল প্রাধ্যক্ষ এবং শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে নিয়ে আলোচনায় বসেন। আলোচনা শেষে সকল দাবি মেনে নিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে তাপসী হল প্রাধ্যক্ষ ফেরদৌসী মহল বলেন, শিক্ষার্থীদের অভিযোগগুলো পুরোপুরি সত্য নয়। হল দীর্ঘদিন বন্ধ থাকায় ইলেকট্রিক লাইনে সমস্যা থাকতে পারে এজন্য রান্না বন্ধ করতে বলা হয়েছিল। আজ আমাদের আলোচনা হয়েছে। আলোচনায় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার কথাও জানান তিনি।


সর্বশেষ সংবাদ