নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন আগামীকাল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভবঘুরে, উদ্বাস্তু উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে 'বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ' ঢাবি শাখা কর্তৃক একটি মানবন্ধনের আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২ অক্টোবর) বেলা ১২ টায়, টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হবে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন ‘ছাত্র অধিকার পরিষদ’ ঢাবি শাখার উপ-প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়েরের।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ভবঘুরে, নেশাখোর ও পথশিশুদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য কোনো বাঁধা না পেয়ে ছাত্রী হলগুলোর আশেপাশে মাদকসেবীদেরও আনাগোনা খুব বেড়ে গেছে, যা ছাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এছাড়াও টিএসসির আশেপাশের কিছু পথশিশু টাকার জন্য এমনভাবে সবার সামনে ব্ল্যাকমেইল করে যা ভুক্তভোগীর জন্য সত্যিই বিব্রতকর।
তিনি উৎকন্ঠা প্রকাশ করে বলেন, আমি নিজেই একদিন এমন পরিস্থিতিতে পড়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল প্লাটফর্মগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। এ পরিস্থিতিতে ‘ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’ ক্যাম্পাসের শিক্ষার্থীদের সার্বিক নিরপত্তা নিশ্চিতের দাবিতে ক্যাম্পাস থেকে উদ্বাস্তু, পথশিশু এবং মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধনের আয়োজন করেছে। আমি দল-মত নির্বিশেষে সকল সাধারণ শিক্ষার্থীদেরকে ন্যায্য দাবী আদায়ের সংগ্রামে যোগ দিতে আহবান জানাচ্ছি।