‘ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সেমিনার আগামী ৩১ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার অন বাজেট এন্ড পলিসির যৌথ উদ্যোগে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি সেমিনার আগামী ৩১ অক্টোবর ২০২১ রবিবার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
সেমিনারটিতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সেন্টার অন বাজেট এন্ড পলিসির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সেন্টার অন বাজেট এন্ড পলিসির সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করবেন।
অনুষ্ঠান সঞ্চালন করবেন সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ ।