২৬ অক্টোবর ২০২১, ১৭:১৩

কোরিয়ান ভাষা শেখার আহবান ঢাবি উপাচার্যের

ঢাবি উপাচার্য  © টিডিসি ফটো

কোরিয়ান ভাষা শেখা ও দক্ষতা অর্জনের জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন ঢাবি উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের কোরিয়ান ভাষা বিভাগের উদ্যোগে 
কোরিয়ান বর্ণমালা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। 

তিনি বলেন, দেশটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিন ধরে চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। আমাদের শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ও প্রসারে দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে কোরিয়ান ভাষা শেখা ও দক্ষতা অর্জন প্রয়োজন। 

অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর কান্ট্রি ডিরেক্টর মিস ইয়ং-আহ দোহ, কোরিয়ান দূতাবাসের থার্ড সেক্রেটারি সান-নাম ইন, কোরিয়ান ভাষা বিভাগের প্রভাষক শিউলী ফাতেহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় শিক্ষার্থীদের মধ্যে কোরিয়ান ভাষা বিষয়ক বক্তৃতা এবং কোরিয়ান ভাষায় হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কোরিয়ান বর্ণমালা দিবস উদযাপনের জন্য ভাষা ইনস্টিটিউট এবং সংশিষ্টদের ধন্যবাদ জানান।