ঢাবিতে ভর্তিচ্ছুদের পাশে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি
ঢাবিতে ২০২০-২১ সেশনে ‘গ-ইউনিটে’ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প-ডেস্ক স্থাপন করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার (২২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পাশে এ হেল্প ডেস্ক স্থাপন করেন ঢাবিতে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা।
ভর্তিচ্ছুদের লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক আলী মামুন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রত্যেক বছরই লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক বসানো হয়। পরীক্ষার কেন্দ্র দেখিয়ে দেওয়ার পাশাপাশি হেল্প ডেস্কে আমরা মোবাইল, ঘড়ি, ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস যা পরীক্ষার হলে বহন করা যায় না, তা জমা রাখি। এছাড়াও, হেল্প ডেস্ক থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মাস্ক ও পানি সরবরাহ করছি।’