জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবিতে ছাত্রলীগের 'শান্তি শোভাযাত্রা'

জাবি ছাত্রলীগের শোভাযাত্রা
জাবি ছাত্রলীগের শোভাযাত্রা  © টিডিসি ফটো

রংপুরের পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ 'সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা' করেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকা থেকে একটি শোভাযাত্রা শুরু করে শাখা ছাত্রলীগ। পরে শোভাযাত্রাটি শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় প্রায় কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত ‘সম্প্রীতি সমাবেশে’ শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হোসেন রাজন বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় চক্রান্ত করে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দেশনেত্রী শেখ হাসিনার পাশে থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাবে।’

শোভাযাত্রায় ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী আখতারুজ্জামান সোহেল, আকলিমা আক্তার এশা, মাহবুবুল আলম রাফা, নিলাদ্রী শেখর মজুমদার, রতন বিশ্বাস, আব্দুর রহমান ইফতি, আহমেদ আরিফ, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আলম শেখ প্রমুখ।

উল্লেখ্য, ১৭ অক্টোবর শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।


সর্বশেষ সংবাদ