ঢাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আরমান-তমা

আরমান ও তমা
আরমান ও তমা   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ‍ডিবেটিং সোসাইটির ২০২১-২২ সেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের যথাক্রমে মোহাম্মদ আরমান ও মাকছুদা আক্তার তমা।  

সোমবার (১৮ অক্টোবর) সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের নেতৃত্ব বাছাইয়ের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। এতে সভাপতি পদে জহুরুল হক হলের শিক্ষার্থী মোহাম্মদ আরমান ১২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শামছুন্নাহার হলের  শিক্ষার্থী মাকছুদা আক্তার তমা ১২ ভোট পেয়ে জয়ী হন। তারা উভয়েই ঢাবির ১৮টি বিতর্ক ক্লাবের মধ্যে ১২টি ক্লাবের সমর্থনে জয়ী হন। 

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। এছাড়া মো আব্দুল্লাহ আল ফয়সাল, মো: ইয়াছিন আরাফাত, মো: জাহিদ হোসেন প্রমুখ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত  এ সংগঠনটি প্রতি বছর তার গঠনতন্ত্র অনুযায়ী ১ বছরের জন্য দায়িত্বশীল নির্বাচন করে থাকে। 


সর্বশেষ সংবাদ