দেড় বছর পর খুলেছে চবির হল, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
দীর্ঘ ১৯ মাস পর আনুষ্ঠানিকভাবে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো। আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শহীদ আব্দুর রহ হলে শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসানসহ সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা।
এরপরে এ এফ রহমান হল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল, প্রীতিলতাসহ বাকি হলগুলোতে শিক্ষার্থীদের ফুল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘দীর্ঘদিন পর হল খুলছে। তোমরা বিশ্ববিদ্যালয়কে মুখরিত রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।’
আবাসিক হলের এক শিক্ষার্থী আফসানা মিমি জানান, ‘দীর্ঘদিন পর হল খুলেছে, সবাই অনেক আনন্দিত। কক্ষ পরিষ্কারে ব্যস্ত আছে সবাই। অনেকে আজই উঠে গেছে হলে। শিক্ষকদের সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল। হলের সংস্কার কাজও হয়েছে মনে হচ্ছে।’