হিন্দুদের ওপর হামলা: প্রতিবাদ জানাতে একাই দাঁড়ালেন চবি শিক্ষক

চোখে কালো কাপড় বেঁধে একাই রাস্তার দাঁড়ালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ড. মো. আতিকুর রহমান
চোখে কালো কাপড় বেঁধে একাই রাস্তার দাঁড়ালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ড. মো. আতিকুর রহমান  © সংগৃহীত

সারাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে একাই রাস্তার দাঁড়ালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক। নাম তার ড. মো. আতিকুর রহমান। তিনি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তিনি এই প্রতিবাদ জানান।

তিনি জানান, ব্যক্তিগত অবস্থান থেকে আমার এ প্রতিবাদ। গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়ে আমি চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছি।

তিনি আরও বলেন, একইসঙ্গে যারা এদেশের নাগরিক, এদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে তাদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই সরকারের কাছে।


সর্বশেষ সংবাদ