জাবিতে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শুরু
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ০৩:৫২ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২১, ০৩:৫২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের টিকা দেয়ার জন্য স্থাপিত বিশেষ কেন্দ্রে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা।
জাবির সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে হল খুলে দেওয়ার দিন থেকেই টিকা প্রদান কার্যক্রম শুরু করলো কর্তৃপক্ষ।
টিকা কার্যক্রম উদ্বোধনের পর মীরজাদী সেব্রিনা বলেন, করোনা টিকা নিলে টিকা গ্রহণের সনদ দেওয়ার একটি বিষয় রয়েছে। সেজন্যই মূলত টিকার জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে স্থাপিত এ কেন্দ্রে টিকার নিবন্ধন কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা। যাদের নিবন্ধন হয়নি তারা এনআইডি কার্ড দেখিয়ে নিবন্ধন করতে পারবেন। আর এনআইডি কার্ড যাদের নেই তারা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট দেখিয়ে টিকা নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় জানায়, এখন পর্যন্ত জাবির ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ৯০ শতাংশ শিক্ষার্থী টিকা নিয়েছে। তাদের মধ্যে ৪৪ শতাংশ শিক্ষার্থী ২ ডোজ এবং ১৩ শতাংশ শিক্ষার্থী ১ ডোজ পেয়েছেন। বাকিরা এখনও কোনো ডোজ পাননি। প্রায় ১৩ শতাংশ শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকা নিতে পারেননি।
জাবির অস্থায়ী বুথের এই টিকা কার্যক্রম সমন্বয় করছেন ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক এ এ মামুন। তিনি বলেন, সকাল ১০টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। চলবে দেড়টা পর্যন্ত। শিক্ষার্থীদের অবশ্যই হল থেকে প্রভোস্টের স্বাক্ষরিত ফরম নিয়ে আসতে হবে।
আগামী তিনদিন পর্যন্ত চলবে এ কার্যক্রম। কেন্দ্রের ৬টি বুথে স্বাস্থ্যবিধি মেনে দেয়া হবে করোনার টিকা।