কাল থেকে ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন জাবি শিক্ষার্থীরা
আগামীকাল সোমবার (১১ অক্টোবর) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ভ্যাকসিনেশন বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। রবিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা শামসুর রাহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুর রহমান বলেন, আগামীকাল সোমবার সকাল ৯টায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে টিকার বুথ স্থাপন করা হবে। আমাদের যেসব শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপ বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে নিবন্ধিত তারা নিবন্ধন সনদ দেখিয়ে ভ্যাকসিন নিতে পারবে।
তিনি বলেন, নিবন্ধন করেনি কিন্তু এনআইডি কার্ড আছে- এমন শিক্ষার্থীরাও এনআইডি দেখিয়ে টিকা নিতে পারবে। যাদের এনআইডি নেই তারা জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট থাকলে তা দেখিয়ে টিকা নেবে।
পড়ুন: ১২১ দেশের মধ্যে ২৬তম বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে
টিকাদান প্রক্রিয়া ও সময়সূচি প্রসঙ্গে তিনি জানান, প্রথমে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট হল থেকে একটি অনুমোদন ফরম সংগ্রহ করতে হবে। প্রাধ্যক্ষ কর্তৃক সত্যায়নের পর টিকা বুথে গেলে আমাদের স্বেচ্ছাসেবকরা টিকা নিতে সহযোগিতা করবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
‘‘যেসব শিক্ষার্থী এক ডোজ টিকাও পায়নি হলে ওঠার জন্য তাদের টিকাদানে অগ্রাধিকার থাকবে আমরা পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে টিকা দেব। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের জন্য ইতোমধ্যে ৭ হাজার ডোজ ভ্যাকসিন প্রদান করেছে। প্রতিদিন ২ হাজার ডোজ টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে।’’
শামসুর রহমান আরো বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে ওঠার অনুমতি না থাকায় তারা আপাতত টিকা নিতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জানান, এখন পর্যন্ত ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ৯০ শতাংশ শিক্ষার্থীর তথ্য পাওয়া গেছে। এতে ৪৩ শতাংশ শিক্ষার্থী ২ ডোজ টিকা নিতে পেরেছেন। ১২ শতাংশ শিক্ষার্থী ১ ডোজ পেয়েছেন এবং ২১ শতাংশ শিক্ষার্থী কোনো ডোজই পাননি। প্রায় ১৩ শতাংশ শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকায়, টিকা নিতে পারেননি।