জাবি অধ্যাপকের শেষ বিদায়ে অঝোরে কাঁদলেন শিক্ষার্থীরা

জাবি অধ্যাপকের শেষ বিদায়ে অঝোরে কাঁদলেন শিক্ষার্থীরা
জাবি অধ্যাপকের শেষ বিদায়ে অঝোরে কাঁদলেন শিক্ষার্থীরা  © সংগহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ। শনিবার (৯ অক্টোবর) দুপুর দুইটার দিকে তিনি মারা যান।

এদিকে প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানাতে এসেছে অঝোরে কেঁদেছেন শিক্ষার্থীরা। লাশবাহী ফ্রিজার গাড়িতে প্রিয় শিক্ষকের নিথর দেহ কিছুতেই মেনে নিতে পারছিলেন তারা। সহপাঠীদের জড়িয়ে ধরে কাঁদছিলেন। তাদের এই কান্না অন্যদের চোখও ভিজিয়েছে।

অধ্যাপক আফসারকে শেষ বিদায় জানাতে আসা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, ক্লাসে সদা হাস্যজ্জল ও প্রাণবন্ত ছিলেন তিনি। কখনো কোনো শিক্ষার্থীর সাথে উচ্চস্বরে কথা বলেননি এই অধ্যাপক। তার বন্ধু সুলভ আচরণের কারনে শিক্ষার্থীরা খুব সহজেই খুব সহজেই তাকে আপন করে নিত। এমন একজন শিক্ষককে হারিয়ে তাই বাকরুদ্ধ তারা।

অধ্যাপক ড. আফসার আহমেদ ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন। জাবির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের এই শিক্ষার্থী ।

এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগের বাঙলা আখ্যান কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

আফসার আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে যোগ দেন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। বিভাগটি প্রতিষ্ঠার পেছনেও ছিল তার প্রচেষ্টা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপ-উপাচার্য চাকুরী জীবনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি, কলা ও মানবিকী অনুষদের ডীন, প্রক্টর, সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য সহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। গুণী এই অধ্যাপক একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক।

 


সর্বশেষ সংবাদ