০৭ অক্টোবর ২০২১, ২৩:২০

জাবিতে জাতীয় বির্তক উৎসব শুরু ৮ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও'র) আয়োজনে থেকে শুরু হতে যাচ্ছে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২১’। ‘কন্ঠে ভাঙ্গুক কালের প্রাচীর’ স্লোগানে শুক্রবার (৮ অক্টোবর) সকালে অনলাইন মাধ্যমে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেইউডিও’র সভাপতি ও আয়োজনের আহ্বায়ক সাইমুম মৌসুমী বৃষ্টি বলেন, ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে প্রতিযোগিতার গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে।

এছাড়া নভেম্বর মাসে সশরীরে সব পর্বের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন হবে।তিনি আরো বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রতিটি পর্যায়ে ৩২টি করে মোট ৯৬টি বিতর্ক দল অংশ নেবে।

এবারের প্রতিযোগিতার পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে ‘নগদ’ ও এডুকেশন পার্টনার হিসেবে থাকছে ‘এডুহাইভ’। এছাড়া মিড়িয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক, দ্য ডেইলি স্টার, সময় টিভি, ঢাকা পোস্ট ও ঢাকা এফএম ৯০.৪।