সব শিক্ষার্থীকে হলে উঠানোর ব্যাপারে যা বললেন ঢাবি ভিসি
দীর্ঘ দেড় বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো আনুষ্ঠানিকভাবে খুলল। ধারাবাহিকভাবে সব আবাসিক শিক্ষার্থী উঠানো হবে। একইসঙ্গে আবাসিক কার্যক্রম শুরু করা হবে। আজ মঙ্গলবার বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ দিচ্ছি। করোনার হার নিম্নের দিকে আছে। অন্যদিকে টিকা গ্রহণের হার বাড়ছে। সব বিবেচনায় নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেব। আশা করছি ২/১ দিনের মধ্যেই আমরা বসতে পারবো।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের বিষয়টি চলমান প্রক্রিয়া এটি অব্যাহত থাকবে।
আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না এমন বিষয়ে তিনি বলনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র, নেতৃত্বের চর্চা হয়। শুধু অ্যাকাডেমিক কারিকুলারে এ বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ থাকে না।
স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা করোনা প্রতিরোধ টিকা কমপক্ষে একডোজ নেওয়ার সনদ দেখিয়ে সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে হলে উঠতে পারছেন শিক্ষার্থীরা।