কবে খুলবে জাবির বটতলা?

করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকেই বন্ধ রয়েছে জাবির বটতলার সব খাবারের দোকান
করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকেই বন্ধ রয়েছে জাবির বটতলার সব খাবারের দোকান  © টিডিসি ফটো

আগামী ১১ অক্টোবর থেকে খুলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবসিক হলগুলো। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাবারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ‘বটতলার’ দোকানগুলো ওই একই সময়ে খুলবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র। 

শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতেই এমনটা করার কথা ভাবছেন বলে জানান সংশ্লিষ্টরা। এজন্য শিক্ষার্থীদের হলের ডাইনিং ও ক্যান্টিনের ওপরই প্রথম কিছুদিন ভরসা রাখতে বলছেন তারা। এক্ষেত্রে ডাইনিং-ক্যান্টিনের খাবারের মান বাড়ানোসহ অন্যান্য ‘সমস্যা’ কাটানোরও আশ্বাস দিয়েছেন হল প্রাধ্যক্ষ কমিটি।  

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, আমরা এখনই বটতলার খাবার দোকান খুলে দিতে চাই না। বটতলার খাবারের দোকান খুলে দিলে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

শিক্ষার্থীদের খাবারের জন্য যাতে বাইরে যেতে না হয় সেজন্য হলের ডাইনিং ও ক্যান্টিনকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে। তাই বটতলা খোলা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।   

নাম প্রকাশে অনিচ্ছুক অপর একটি হলের প্রাধ্যক্ষ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় খোলার পর কমপক্ষে তিন মাস পর্যবেক্ষণ করে বটতলার খাবারের দোকান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা করছে প্রশাসন। তবে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।  

জাবির আফম কামালউদ্দিন হল সংলগ্ন বটতলার দোকান। ছবি- টিডিসি

খাবারের হোটেলগুলো চালু করা সংক্রান্ত কোন প্রাক-নির্দেশনা পাননি দোকান মালিকরাও।

এ বিষয়ে বটতলার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ আমাদের দোকানগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করতে বলেছেন। তবে হোটেল চালু করা সংক্রান্ত কোনো কোনো নির্দেশ এখনো পাইনি।

শিক্ষার্থীরা তো টিকা নিচ্ছে, কিন্তু দোকান মালিক-কর্মচারীদের হাল কী?

জানা গেছে, বটতলার বেশিরভাগ দোকন মালিক ও কর্মচারীরা এখনও টিকা নেয়নি। তাদের টিকা নেওযার বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।    

টিকা নেয়ার ব্যাপারে দোকান মালিক হযরত আলী বলেন, আমাদের কিছু কর্মচারী টিকা নিয়েছেন। অনেকেই নেননি বলে শুনেছি। আর কিছু সংখ্যায় এক-দেড় মাস আগে নিবন্ধন করলেও এখনও টিকার মেসেজ পাননি।


সর্বশেষ সংবাদ