প্রথম দিনে ঢাবিতে টিকা নিলেন ২১০ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্থাপিত বিশেষ অস্থায়ী ক্যাম্পে প্রথম দিন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা মিলিয়ে ২১০ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১৬০ জন, নারী ৫০ জন। সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে স্থাপিত এই বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকাদান কার্যক্রম শুরু হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন।
ঢাবির সহকারী প্রক্টর ও টিকাদান কার্যক্রমের সমন্বয়ক ড. মো. আব্দুল মুহিত সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথম দিন সর্বমোট তিনটি বুথে ২১০ জনকে টিকা দেওয়া হয়। বুথগুলোর একটিতে পুরুষ শিক্ষার্থী, একটিতে নারী শিক্ষার্থী এবং অন্যটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা টিকা নেন। এদের মধ্যে ২০৪ জন নিয়েছেন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় জন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর বিশেষ এই অস্থায়ী ক্যাম্পে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের প্রথম ডোজে টিকা দেওয়া হবে।