০২ অক্টোবর ২০২১, ২২:২১

জাবিতে ১১ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন যারা

জাবিতে ১১ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন যারা  © ফাইল ফটো

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর  শিক্ষক-শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর দাবির মুখে আগামী ১১ অক্টোবর থেকে খুলছে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল। হল খুললেও শুরুতেই ৪৯ ব্যাচের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন না। এছাড়া সব বর্ষের শিক্ষার্থীরা টিকার অন্তত এক ডোজ নেওয়া সাপেক্ষে হলে উঠতে পারবেন।

শনিবার (২ অক্টোব) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডেকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি বলেন, আগামী ১১ অক্টোবর থেকে বর্তমান অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জন্য হল ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী খুলে দেয়া হবে। তবে শুরুতে ৪৯তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন না। তাদের ফাইনাল পরীক্ষা শেষে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হলে উঠতে হবে।

প্রসঙ্গত,  খুললেও অন্তত দিন অনলাইনেই পাঠদান চলবে । তাই হলে বসেই পাঠদানে অংশ নিতে হবে জাবি  শিক্ষার্থীদের।