০২ অক্টোবর ২০২১, ১৮:১২

ঢাবির মতো তালা ভেঙে হলে উঠবে জাবি শিক্ষার্থীরাও

ঢাবির মতো তালা ভেঙে হলে উঠবে জাবি শিক্ষার্থীরাও  © টিডিসি ফটো

আগামী ৫ অক্টোবরের মধ্যে হল খুলে না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো তালা ভেঙে হলে উঠে পড়বেন বলে ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

শনিবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন ছাত্রনেতারা।

এসময় আল বেরুনী হল ছাত্রলীগ নেতা এনামুল হক বলেন, আমাদের দাবি একটাই। আগামী ৫ অক্টোবরের মধ্যে হল খুলে দিন। না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও হলে উঠে যাবো। তখন করার আর কিছু থাকবে না।

শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফফান হোসেন আপন বলেন, আমরা একাডেমিক কাউন্সিলের ২১ অক্টোবর হল খোলার সুপারিশ প্রত্যাখ্যান করছি। সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তই ছাত্রলীগের সিদ্ধান্ত। সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। প্রয়োজনে শুধু যারা মিনিমাম একডোজ নিয়েছে তারাই হলে উঠবে। এজন্য জাবি ছাত্রলীগ প্রশাসনকে সাহায্য করবে।

জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র হিসেবে ৪৯ তম ব্যাচের শিক্ষার্থীদের হলে না উঠতে দেওয়ার অধিকার কারো নাই। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভ্যাক্সিনেশন বুথ স্থাপন করে বিশ্ববিদ্যালয় খুলে দিন।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি তাসবিবুল গণি নিলয় বলেন, সবার আগে টিকা প্রদান শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । সেখানে অন্য বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা নিতে পারলে জাবি কেন অনলাইনে পরীক্ষা নেবে?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম, শিক্ষার্থীদের দাবি মনে নিয়ে আগামী ৫ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বাইরের মেসে শিক্ষার্থীদের কষ্টের কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, করোনার ডেডিকেটেড এ্যাম্বুলেন্স এবং টিকা প্রদান বুথ স্থাপনের কথা বলেন তিনি।

মিটিং শেষে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, আগামী ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল খোলার জন্য সুপারিশ করেছে একাডেমিক কাউন্সিল। আগামী ৫ তারিখের মধ্যে হল খোলার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আমি উপাচার্য মহোদয়কে বিষয়টি জানাবো।

এসময় আরো বক্তব্য রাখেন, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সোহানুর রশীদ মুন, জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক আরশী, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক আরণ্যক অর্ণব সহ প্রমুখ।

গত ২৯ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আগামী ২১ অক্টোবর হল খোলার সুপারিশ করে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। সুপারিশ প্রত্যাখ্যান করে সংবাদ বিজ্ঞপ্তি দেয় জাবি সংসদ ছাত্র ইউনিয়ন ও জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।