প্রধানমন্ত্রীর জন্মদিনে অটিজম শিশুদের চিত্রাঙ্গন
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করেছেন ছাত্রলীগের সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ফরিদা পারভীন।
শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে রাজধানীর কেরানীগঞ্জের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠান আয়োজন নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ফরিদা পারভীন বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় এখনো বিশেষ শিশুদের ভালো চোখে দেখা হয় না। কিন্তু অটিজম বিষয়ে ভূমিকার জন্য প্রধানমন্ত্রী ও তার মেয়ে সায়মা হোসেন পুতুল বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছেন।
ডাকসুর সাবেক এই সদস্য বলেন, এই বিশেষ শিশুরা আন্তর্জাতিক পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ জয় করে নিয়ে আসে। তারা তাদের পছন্দের বিষয়ে দারুণ প্রতিভার সাক্ষর রাখতে পারছে।
অনুষ্ঠানে অটিজম শিশুদের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।