ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশালে অনুপস্থিত ৭১১ শিক্ষার্থী

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশালে অনুপস্থিত ৭১১ শিক্ষার্থী
ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশালে অনুপস্থিত ৭১১ শিক্ষার্থী  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭১১ জন শিক্ষার্থী। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে বরিশাল বিভাগের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি মহিলা কলেজ উপকেন্দ্র অনুষ্ঠিত হয়।

এদিন ক’ ইউনিট ( বিজ্ঞান অনুষদের)ভর্তি পরীক্ষায় সরকারী মহিলা কলেজে ১ হাজার ১৬০ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২৬৫ জনসহ মোট ৩ হাজার ৪২৫ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। যার মধ্যে ২ হাজার ৭১৪ জন অংশ নেন এবং ৭১১ জন অনুপস্থিত ছিলেন। সেই হিসেবে উপস্থিতির হার ছিল ৭৯ দশমিক ২৪ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. খোরশেদ আলম।

তিনি জানান, সবার সহযোগিতায় বরিশালে বিভাগে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ‘ক’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল ১১টা থেকে ‘খ’ ইউনিটের পরীক্ষা।


সর্বশেষ সংবাদ