৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১

রাবির হল খুলবে ১৭ অক্টোবর, ক্লাস শুরু ২০ অক্টোবর

করোনার বন্ধ শেষে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল-ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। পরে ২০ অক্টোবর থেকে শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘ বন্ধ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরবে। আজকের সভায় আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর প্রথম ডোজ টিকা নেওয়া শেষ। অনেকে দ্বিতীয় ডোজও নিয়েছেন।

অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলগুলোতে উঠতে পারবে। এরপর সিদ্ধান্ত অনুযায়ী আমরা ২০ অক্টোবর থেকে সশরীরে পাঠদান শুরু করবো।

এর আগে, এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এতে বিভিন্ন বিভাগের প্রধান এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।