জাবি ছাত্র বনি আমিন এখন পরিবারের জিম্মায়
জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৪ এর হেফাজতে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বনি আমিন ফকিরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ অপারেশন্স অফিসার জিয়াউর রহমান চৌধুরী।
সহকারী পুলিশ পরিদর্শক জিয়া বলেন, আমরা বনি আমিনকে এনে জিজ্ঞাসাবাদ করেছি। প্রয়োজনীয় তথ্যও নিয়েছি। আজ তার বাবা এবং ফুফা আমাদের অফিসে এসেছেন। তখন বনির বিষয়টি তাদের অবগত করি এবং তাদের থেকে একটি মুচলেকা নিয়ে বনিকে তাদের জিম্মায় ছেড়ে দেই।
বনি আমিনের বাবা আব্দুল জলিল বলেন, আমাদেরকে র্যাবের পক্ষ থেকে ডাকা হয়েছিল। তারা আমার ছেলে সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে আমার কাছে একটা কাগজে স্বাক্ষর নিয়ে দেড়টার দিকে বনিকে আমাদের কাছে দিয়ে দেয়। আমরা এখন বাড়িতে যাচ্ছি।
গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাবি ক্যাম্পাসের পার্শ্ববর্তী গেরুয়া এলাকার একটি মেস থেকে বনি আমিনকে তুলে নিয়ে যায় র্যাব। জাবির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র বনির বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়ভুনা গ্রামে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস লাগোয়া গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি।
তখন জানতে চাইলে তখন র্যাবের কমান্ডার মোজাম্মেল বলেছিলেন, বনি আমিন র্যাবের হেফাজতে আছে। এটা তেমন কিছু না। আমরা তার কাছ থেকে কিছু তথ্য নেয়ার জন্য নিয়ে এসেছি।