বিলাসবহুল বাসে ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন যাচ্ছে বিভাগীয় শহরে

কার্জন হল থেকে প্রশ্ন নিয়ে অপেক্ষারত বিলাশবহুল বাস
কার্জন হল থেকে প্রশ্ন নিয়ে অপেক্ষারত বিলাশবহুল বাস  © ফাইল ফটো

আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনার কারণে এবার আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভর্তি পরীক্ষার প্রশ্ন বিভাগীয় শহরগুলোতে পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে শ্যামলী হুন্দাইয়ের বিলাসবহুল বাসে ৮টি বিভাগীয় শহরে প্রশ্ন পাঠানো হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সদস্যদের কঠোর নিরাপত্ত বলয় তৈরি করতে দেখা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার প্রশ্ন কীভাবে যাচ্ছে, কোন রুট দিয়ে যাচ্ছে সেটি বলা সম্ভব না। এটি অত্যন্ত কনফিডেনশিয়াল বিষয়। আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে চাই।

তথ্যমতে, এবার পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৯৫৭টি, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৬৩২টি, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৩৭৪টি, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি এবং ‘চ’ ইউনিটে ১৫ হাজার ৪৯৬টি আবেদন জমা পড়েছে। 

আরও পড়ুন: ঢাবি ভর্তিচ্ছুদের আগাম প্রশ্ন দেয়ার প্রলোভন ফেসবুকে

এদের মধ্যে ঢাকায় পরীক্ষা দেবে ১ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী। বাকী অর্ধেকের কম ১ লাখ ৫৯ হাজার ৭৩৪ জন ৭ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসবে।

সূচি অনুযায়ী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ‘সাধারণ জ্ঞান’ পরীক্ষা হবে।


সর্বশেষ সংবাদ