জাহাঙ্গীরনগর কবে খুলবে জানা যাবে আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস শুরু এবং হল খোলার সম্ভাব্য তারিখ আজ জানা যেতে পারে। বুধবার (২৯ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, একাডেমিক কাউন্সিলের বৈঠকে যোগ দেয়ার জন্য মেইলের মাধ্যমে এর সদস্যদের জানানো হয়েছে। বৈঠকের ৩৩ নং আলোচ্যসূচি হিসেবে ‘বিশ্ববিদ্যালয় খোলা ও ক্লাস চালু’ বিষয়টি লিপিবদ্ধ রয়েছে।
আর একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে আগামী ২ অক্টোবর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনাভাইরাসের প্রকোপ শুরু পরে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও বন্ধ হয়ে যায় গত বছরের মার্চে। দীর্ঘ সময় পর সরকার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ফের সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা দেয়। এই ঘোষণার পরে কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সশরীরে তাদের কার্যক্রম শুরু করেছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান হল খোলার তারিখ জানালেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত আসেনি।
ইতোমধ্যে শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসের মধ্যে ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি ও মশাল মিছিলসহ কয়েকদফা আন্দোলন করেছেন। অন্যদিকে, মৌখিকভাবে একই দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও।
আরও পড়ুন: সেপ্টেম্বরে হল-ক্যাম্পাস না খুললে তালা ভাঙার ঘোষণা
বিভিন্ন মহল থেকে দাবি ওঠার পর গেল সপ্তাহে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করে হল খুলে দেওয়া হবে। এর জন্য শিক্ষার্থীদের আরও ১৫ দিন অপেক্ষা করতে হবে।