জাবি শিক্ষার্থীকে র‌্যাব পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

বনি আমিন ফকির
বনি আমিন ফকির  © সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) পরিচয়ে বনি আমিন ফকির নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাবি ক্যাম্পাসের পার্শ্ববর্তী গেরুয়া এলাকার একটি মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

বনি আমিন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ক্যাম্পাস বন্ধ থাকায় সে গেরুয়া এলাকায় ওই মেসে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী ওই মেসে থাকা জাবি শিক্ষার্থী তন্ময় বলেন, র‌্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনি আমিনের কক্ষে তল্লাশি চালান। এরপর বনি আমিনকে গাড়িতে তোলেন। এসময় আমরা তাদের বাধা দিয়ে পরিচয় জানতে চাই এবং প্রক্টর বা প্রভোস্টকে জানিয়ে নিতে বলি। কিন্তু তারা কারও সঙ্গে কথা না বলে, আমাদের ভয়ভীতি দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

সেখানে উপস্থিত আরও কয়েকজন জানান, বনি আমিনের বিরুদ্ধে কী অভিযোগ জানতে চাইলে র‌্যাব পরিচয় দেওয়া সেই লোকরা জানায়, তার (বনি আমিন) বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ আছে এবং বনির সোস্যাল মিডিয়া কর্মকাণ্ডে ঝামেলা পেয়েছে ‘র‌্যাব’।

এ বিষয়ে র‌্যাব-৪-এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক বলেন, আমি এ ব্যাপারে এখনো কিছু জানি না। পরে জানাব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, তিনি বিষয়টি জানার পর আশুলিয়া থানা পুলিশকে জানিয়েছেন। তারপর পুলিশ ঘটনাস্থলে আসে।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, তারা খোঁজ নেয়ার চেষ্টা করছেন যে বনি আমিনকে কোথায় নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ