২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩

একদিন পরেই ভর্তি পরীক্ষা শুরু, দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাবি

ঢাবি ভর্তি পরীক্ষা  © ফাইল ফটো

আগামী শুক্রবার (১ অক্টোবর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ওইদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথমবারের মতো এবারই ঢাকার বাইরে দেশের ৮টি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সুসম্পন্ন করার লক্ষ্যে সার্বিক বিষয়ে এতে বক্তব্য তুলে ধরবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার একদিন পর  অর্থাৎ শনিবার (২ অক্টেচাবর) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট ভিত্তিক চট্টগ্রাম অঞ্চলের ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সুসম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব-৭, রেলওয়ে প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন, পিডিবি, সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ, ফায়ার সার্ভিস এবং রেল কর্তৃপক্ষ যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করেছে।

এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য গত সোমবার সন্ধ্যায় চবি চারুকলা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সংশ্লষ্ট সকলের সাথে কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে উপস্থিত ছিলেন।

উপাচার্য আসন্ন ভর্তি পরীক্ষার গৃহীত কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মপরিকল্পনার বিশদ বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ভর্তি কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ। সকল মহলের আন্তরিক সহযোগিতা ছাড়া এ কর্মযজ্ঞ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করা সম্ভব নয়। বিশেষ করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে যে কোন ধরণের অবৈধ কর্মকান্ড কঠোর হস্তে দমন করতে চবি প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যে কোন ধরণের অপতৎপরতা ও গুজব-সন্ত্রাসের বিরুদ্ধে চবি প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী, তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট সকলেই যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এবং তারা যাতে কোনরূপ হয়রানির শিকার না হয় সে ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য তিনি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানান। একইসাথে এ ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্নভাবে সুসম্পন্ন করতে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।