শেখ হাসিনার জন্মদিনে জাবি ছাত্রলীগের আনন্দ র্যালি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪০ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে আনন্দ র্যালিটি বের হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে (ডেইরি গেইট) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এছাড়া দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া এবং সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সন্ধ্যা আরতিতে প্রার্থনার আয়োজন করা হয়।
এর আগে, এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে সন্ধ্যায় অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় হলের প্রাধ্যক্ষ ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। অনলাইনে এ সভার আয়োজন করা হয়।
জাবি উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা বিশ্ববিদ্যালয়ে ১৪৪৫ কোটি টাকা দিয়েছে আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশকে তিনি অগ্রযাত্রার উন্নতীর দিকে নিয়ে যাচ্ছেন। এই ধারা অব্যাহত থাকুক।
সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এ মামুন, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান ও কর্মকর্তা সমিতির সভাপতি আবু হাসান প্রমুখ।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ ও প্রগতিশীল শিক্ষক সমাজও।