প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুুশনস নেটওয়ার্ক প্রদত্ত ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
বুধবার (২২ সেপ্টেম্বর ২০২১) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যের বিভিন্ন ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা অর্জনের আন্তর্জাতিক এ স্বীকৃতি তাঁর দক্ষ নেতৃত্ব এবং জোরালো দায়িত্ব পালনের একটি প্রমাণপত্র।
অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে ‘জুয়েল ইন দি ক্রাউন অব দি ডে’ (মুকুট মণি) হিসেবে আখ্যায়িত করা আমাদের গৌরব ও সম্মানকে বৃদ্ধি করেছে।
দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য মঙ্গলবার তাঁকে এ পুরস্কার দেয়া হয়।