‘যাকারিয়া শুভ’ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত ও প্রিয়মুখ যাকারিয়া বিন হক শুভর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ম্যানেজমেন্ট অ্যালায়েন্সের সার্বিক সহযোগিতায় ম্যানেজমেন্ট ডিবেটিং ফোরাম এ প্রতিযোগিতার আয়োজন করেছে। দুই দিনব্যাপী এ কর্মসূচি পালিত হবে।
নিবন্ধনের অগ্রাধিকারক্রমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ১৬টি টিম প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। বিতর্কটি হবে সংসদীয় পদ্ধতিতে। আগামী ২৩ সেপ্টেম্বর দুপুর ২টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ‘১ম যাকারিয়া শুভ স্মারক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার।সেদিনই পর্যায়ক্রমে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
পরেরদিন ২৪ সেপ্টেম্বরে ফাইনাল এবং ফলাফল ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপনী পর্ব শেষ হবে। চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের জন্য থাকছে ট্রফি এবং সার্টিফিকেট।
এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত শিক্ষক মাসনুন সালেহীন, ম্যানেজমেন্ট অ্যালায়েন্সের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য সাবেক গুণী বিতার্কিকগণ।
ম্যানেজমেন্ট অ্যালায়েন্সের মুখপাত্র কাজী আহামেদুর রহমান আবীর বলেন, যাকারিয়া শুভ আমাদের ম্যানেজমেন্ট অ্যালায়েন্সের একজন সক্রিয় সদস্য ছিলেন। তার রহস্যজনক আকস্মিক মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। শুভ আমাদের সঙ্গেই আছেন, বিতর্কের মধ্যেই আছেন। তিনি আমাদের মননে উপস্থিত থাকবেন চিরকাল।
ম্যানেজমেন্ট ডিবেটিং ফোরামের বর্তমান সভাপতি স্বর্ণালি সিদ্দিকা এ বিষয়ে বলেন, কথায় আছে, ‘কীর্তিমানের মৃত্যু নাই’। যাকারিয়া বিন হক শুভ ভাইয়ের কীর্তিই আজ তাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তার এই আকস্মিক এবং রহস্যজনক মৃত্যুতে আমরা পুরো ম্যানেজমেন্ট পরিবার গভীরভাবে শোকাহত। আরো বেশি শোকাহত এই জন্য যে, একটা বছর পার হয়ে যাওয়া স্বত্তেও কোনো সুষ্ঠু তদন্ত সম্ভব হয়নি। যেহেতু শুভ ভাই একজন চমৎকার বিতার্কিক ছিলেন, সেহেতু আমরা বিতর্কের মাধ্যমেই এই ঘটনার প্রতিবাদ জানাতে চাই এবং সঠিক বিচার চাই।
ফোরামের সহ-সভাপতি সোয়েতা রশিদ বললেন, যাকারিয়া বিন হক শুভ ভাইয়ের কাছে যেকোনো প্রয়োজনে গিয়ে কখনো নিরাশ হয়ে ফিরতে হয়নি। এমনকি করোনাকালীন সময়ে ম্যানেজমেন্ট বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদানে শুভ ভাইয়ের অবদান ছিল অতুলনীয়। এর কিছুদিনের মাঝেই ভাইয়ার আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পুরো ম্যানেজমেন্ট বিভাগের উপর শোকের ছায়া নেমে আসে। আমরা সকলেই তার মৃত্যু নিয়ে সন্দিহান। তাই এ আয়োজনের মাধ্যমে আমরা শুভ ভাইয়ের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।