৩০ সেপ্টেম্বরের আগে হল খোলা সম্ভব নয়: রাবি উপাচার্য

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার
অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার  © ফাইল ফটো

আগামী ৩০ সেপ্টেম্বর একাডেমি কাউন্সিল সভার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা সম্ভব নয়। রবিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম কিভাবে দ্রুত শুরু করা যায়, সে বিষয়ে কাজ করছে প্রশাসন। সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী ৩০ সেপ্টেম্বর একাডেমি কাউন্সিল সভা ডাকা হয়েছে। ক্যাম্পাস ও হল কবে খোলা সম্ভব হবে সভায় একটা সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর টিকা নিশ্চিত করার ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। এছাড়া যাদের ভোটার আইডি না থাকার কারণে টিকা নিতে পারছে না, তাদের জন্মসনদে মাধ্যমে টিকার প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, খুব দ্রুতই এসমস্ত শিক্ষার্থীও টিকার আওতায় আসবে। আমরা চাই শিক্ষার্থীরা অন্তত একটি টিকা নিয়ে ক্যাম্পাসে আসুক। তাছাড়া আবারও স্বাস্থ্যনিরাপত্তা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে সঙ্কা প্রকাশ করেন উপাচার্য।

আসন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, আসলে এখনও সময়টা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। তাছাড়া আমরা যেখানে নিজেদের শিক্ষার্থীদের নিয়ে হিমসিম খাচ্ছি তখন ভর্তিচ্ছু নিয়ে নতুন করে ব্যবস্থা করা খুবই কষ্টর।তবে আমরা চেষ্টা করছি নগর প্রশাসন ও মাননীয় মেয়র মহদয়ের সাথে সমালোচনা সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করার। এছাড়া আসন্ন ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান উপাচার্য।

এর আগে, ৩০ সেপ্টেম্বরে মধ্যে হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হল বন্ধ রেখে পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চালুর ফলে শিক্ষার্থীরা রাজশাহীতে অবস্থান করছে। কিন্তু আবাসন সংকট প্রকট আকার ধারণ করায় বিভিন্ন সমস্যা পরছেন তারা। তাছাড়া এমন আবাসন সংকটের মধ্যেই আসন্ন ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের আবাসন সংকটসহ সার্বিক দিক বিবেচনায় দ্রুত হল-ক্যাম্পাস খোলার দাবি জানান শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ