ঢাবির হল খোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল

ঢাবির হল
ঢাবির হল  © সংগৃহীত

শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খুলে দেওয়ার সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। এ সুপারিশের পক্ষে মত দিয়েছেন একাডেমিক কাউন্সিলও। 

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশেষ সভা ডেকেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও সশরীরে একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে শনিবার বিশেষ সিন্ডিকেট সভা বসবে। সেখানে হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

তিনি আরও বলেন, হল খোলার বিষয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে অবহিত হয়েছি। শিক্ষার্থীরা যেহেতু দাবি উত্থাপন করেছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। তবে ফলাফল কী হবে সেটা সভার পর জানা যাবে।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ৫ অক্টোবর সকাল ৮টা থেকে হল খোলার সুপারিশ করা হয়। পরের দিন ১৬ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলও এ সুপারিশের পক্ষে মত দেন।


সর্বশেষ সংবাদ