হল-ক্যাম্পাস খোলার দাবিতে জাবিতে প্রতীকী ক্লাস নিলেন আনু মুহাম্মদ

ক্লাস নিচ্ছেন অধ্যাপক আনু  মুহাম্মদ
ক্লাস নিচ্ছেন অধ্যাপক আনু মুহাম্মদ  © ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে আবারও প্রতীকী ক্লাস নিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ক্লাস নেন তিনি। এসময় অধ্যাপক আনু মুহাম্মদ ‘বাংলাদেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যখাত’ বিষয়ে একঘণ্টা আলোচনা করেন। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

ক্লাসের আলোচনায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘একটি দেশের জিডিপির ছয় শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ থাকার কথা থাকলেও সে তুলনায় এদেশে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। পাশাপাশি নীতিগত কারণে আমাদের দেশে পাবলিক এডুকেশন সিস্টেম গড়ে ওঠেনি। তাই শিক্ষাখাত ক্রমাগত বাণিজ্যিকীকরণের দিকে চলে যাচ্ছে।’

ক্লাস শেষে অধ্যাপক আনু মুহাম্মদ আশা প্রকাশ করেন, নিয়মিত ক্লাসের স্বার্থে চলতি মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

এর আগে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে প্রতীকী ক্লাস নেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী।

 


সর্বশেষ সংবাদ