ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি খুলছে ২৬ সেপ্টেম্বর

কেন্দ্রীয় গ্রন্থাগার
কেন্দ্রীয় গ্রন্থাগার  © ফাইল ফটো

অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে শিক্ষার্থীরা লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই সুপারিশ করা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপিাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে. এম সাইফুল ইসলাম খান।

তিনি বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থী, যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার ব্যবহার করতে পারবে। এছাড়া ৫ অক্টোবর থেকে এক ডোজ টিকার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখিয়ে আবাসিক হলে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা উঠতে পারবে।


সর্বশেষ সংবাদ