১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১

ঢাবির কলাভবনের সেই কৃষ্ণচূড়া গাছটি আর দেখা যাবে না

কৃষ্ণচূড়া গাছটির আগে ও কাটার পরের ছবি  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত পুরনো সেই কৃষ্ণচূড়া গাছটি কেটে ফেলা হয়েছে। ক্যাম্পাসের সৌন্দর্যের অন্যতম প্রতীক এই গাছটি কাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কেটে ফেলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, কলা ভবনের সামনে দুটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে কাটা হয়েছে কৃষ্ণচূড়া গাছটিও। এগুলোর বাইরে আর কোনো গাছ আপাতত কাটা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, গোঁড়া ক্ষয়ে গাছটি হেলে পড়েছে। জীব বিজ্ঞান অনুষদের ডিনের নেতৃত্বে একটা কমিটির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে এটা কাটার সিদ্ধান্ত হয়েছে। দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক এবং নিরাপত্তার কারণে এটা করা হয়েছে। ভবিষ্যতে এখানে আরও গাছ লাগানো হবে।

সজিবুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অথচ রক্ষার পরিবর্তে ধ্বংসে মেতেছে তারা।