ঢাবি অধ্যাপক গোলাম মাওলার মৃত্যুতে উপাচার্যের শোক

অধ্যাপক ড. গোলাম মাওলা
অধ্যাপক ড. গোলাম মাওলা  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গোলাম মাওলা-এর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. গোলাম মাওলা ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। দেশের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের সাবেক পরিচালক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. গোলাম মাওলা মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।


সর্বশেষ সংবাদ