সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ করবে রাবি সায়েন্স ক্লাব

সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ করবে রাবি সায়েন্স ক্লাব
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ করবে রাবি সায়েন্স ক্লাব  © সংগৃহীত

সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় ক্যাম্পাসের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে সৌন্দর্যবর্ধক প্রায় ৪০০ এবং বধ্যভূমির পাশে ফলদ, ভেষজ ও ওষধিসহ অন্তত ৫২০ টিরও অধিক গাছ লাগানো হয়।

এই বৃক্ষরোপন কর্মসূচি আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান।

বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি মো. ইসতেহার আলীর সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক চৌধুরী এম জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুর, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক লিয়াকত আলী, প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. একরামুল হামিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. তানজিমা ইয়াসমিন এবং ক্লাবের স্থায়ী কমিটির সদস্য, কার্যনির্বাহী কমিটির মডারেটর ও সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ