১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাবিতে ‘প্রতিবাদী ক্লাস’ অব্যাহত

বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় ক্লাস নিচ্ছেন অধ্যাপক মানস চৌধুরী  © টিডিসি ফটো

করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খোলার দাবিতে আবারও অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী ক্লাস। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী রবিবার বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার এই ক্লাস নেন।

বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়।

এর আগে ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন এবং ২৯ আগস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রতীকী ক্লাস নিয়েছিলেন।

প্রতীকী ক্লাস শেষে মানস চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের পরিকল্পনাহীনতা বুঝা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এটা হতাশাজনক। সরকারের প্রতি আস্থা রাখতে না পেরেই তারা আজকে একত্রিত হয়েছেন। শিক্ষার্থীদের অনুভূতি অনুভব করতে পেরেই তাদের সাথে যোগ দিয়েছি।’

ক্লাসে উপস্থিত ইংরেজি বিভাগের স্নাতকোত্তর পর্বের তাসবিউল গণি নিলয় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের ক্লাসে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে প্রশাসন মোটেও আন্তরিক নয়। অনলাইনে ক্লাস করে ও পরীক্ষা দিয়ে আসলে শিক্ষার্থীদের মেধার সঠিক মুল্যায়ন করা সম্ভব না। আবার অনলাইন পরীক্ষা পদ্ধতিতেও অনেক শিক্ষার্থী বিপত্তির সম্মুখিন হচ্ছে বিশেষ করে যারা অসচ্ছল পরিবার থেকে উঠে এসেছেন। এসব সমস্যা সমাধানের জন্য প্রশাসনের উচিৎ অনতিবিলম্বে বিশ্ববিদ্যালইয়ের আবাসিক হল খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া।

এর আগে শুক্রবার রাতে অধ্যাপক মানস চৌধুরী এই ক্লাস নেওয়ার ঘোষণা দেন।