১১ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৯

জাবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রাসেল-সাগর

সভাপতি হুমায়ূন কবির রাসেল (বামে) ও সাধারণ সম্পাদক সাগর সিদ্দিকী  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২০-২১ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে৷ এতে সভাপতি হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী হুমায়ূন কবির রাসেল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সাগর সিদ্দিকীকে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) পুনর্মিলনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক এস এম সাদাত হোসেন নতুন কমিটি ঘোষণা করেন। ৩০ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছর দ্বায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন অনিতা রাণী, রায়হানুল ইসলাম, লুৎফর রহমান, প্রশান্ত প্রসাদ ও মারুফ চাঁন। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মাইদুল ইসলাম সাদ, আবু হাসনাত আবদুল্লাহ, মারুফ হোসেন ত্বোহা, রাকিবুল হাসান ও নিশাত তাসনিম উর্বি।

সম্পাদকীয় পদগুলো হলো- কোষাধ্যক্ষ হাসিব সোহেল, যুগ্ম-কোষাধ্যক্ষ রিফা জাকিয়া মুমু, সাংগঠনিক সম্পাদক নাসির মুস্তাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহমিদা শান্তা, দপ্তর সম্পাদক আবরার আবিদ, সহ-দপ্তর সম্পাদক মনি নাসরিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী মামুন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ভর্তি কার্যক্রম সম্পাদক আনন্দ মোহন, সহ-ভর্তি কার্যক্রম সম্পাদক তহুরা তুলি।

এছাড়া কমিটিতে ক্রীড়া সম্পাদক হয়েছেন মুরাদ হোসেন ও মিতা কলমদার, শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, আল মামুন, আরিফ ও অতসি এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন মৌরি রহমান ও সুমাইয়া রুমা।

পুনর্মিলনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সমিতির প্রধান উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফী মুস্তাফিজুর রহমান, সমিতির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায় এবং জাবির দর্শন বিভাগের প্রভাষক নাহিদা মাহমুদ।