১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৫

ঢাবিতে মাদক বিক্রির সময় আটক ২

উদ্ধার করা মাদক  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মাদক বিক্রির সময় এক নারীসহ দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এসময় তাদের কাছ থেকে ১২টি গাঁজার প্যাকেট ও মাদক বিক্রির সাথে জড়িত একটি রিকশা উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলের পাশে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে ধরা হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল টিম পলাশীতে গিয়ে মাদক বিক্রির সময় তাদের আটক করি। এসময় তাদের কাছ থেকে মাদকের ১২টি ছোট প্যাকেট পায় আমাদের প্রক্টরিয়াল টিম। পরে তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

প্রক্টর জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে শাহবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, আটককৃত মাদক বিক্রেতাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।