০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৩

৫ থাপ্পড় খেয়ে চবি প্রশাসনের কাছে বিচার দিলেন এক কর্মচারী

রেজিস্ট্রার বরাবর একটি চিঠি দেন ভুক্তভোগী ইমতিয়াজ আহমদ  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কর্মচারী মো. নূরুল ইসলাম শহীদের বিরুদ্ধে নিম্নমান সহকারী ইমতিয়াজ আহমদকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) এ ঘটনার সুবিচার চেয়ে রেজিস্ট্রার বরাবর একটি চিঠি দেন ভুক্তভোগী ইমতিয়াজ আহমদ।

অভিযোগে ইমতিয়াজ জানান, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় একটি আসনে বসাকে কেন্দ্র করে নুরুল ইসলাম শহীদ আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও চড়থাপ্পড় দিয়ে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করে। এছাড়া তিনি প্রায় সময়ই উপাচার্যের নাম ব্যবহার করে বিভিন্নরকম হুমকি-ধমকি দিয়ে থাকেন ও চাকরি ‘খেয়ে ফেলবেন’ বলে ভয়-ভীতি দেখান।

ভুক্তভোগী ইমতিয়াজ আহমদ বলেন, সে (মো. নূরুল ইসলাম শহীদ) আমাকে পাঁচটা থাপ্পড় দিছে, আধাঘন্টা ধরে টর্চার করেছে। গালাগালি করে বলেছে, তোকে চাকরি দিছে কে? তুই কাল থেকে আর আসবি না। তার সঙ্গে আমার পূর্বের কোনো মনোমালিন্য বা শত্রুতা ছিল না।

অভিযুক্ত মো. নূরুল ইসলাম শহীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি মিটিংয়ে আছেন জানিয়ে কল কেটে দেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। আমরা অফিসিয়ালি এটা টেক অভার করবো। ব্যবস্থা নেয়ার জন্য যা করার করা হবে।