০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২৯

নমনীয় শর্তের ঋণের টাকা পরিশোধের নির্দেশ চবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে স্মার্টফোন কিনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সফটলোন পাওয়া ১২২৩ শিক্ষার্থীর ঋণের টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চবির নমনীয় শর্তের ঋণ পাওয়া ১২২৩ জন শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষার্থীর স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে EFT-এর মাধ্যমে ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

এর আগে, অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে স্মার্টফোন কিনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সফট লোন নমনীয় শর্তের ঋণ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১২২৩ জন শিক্ষার্থীর তালিকা দেখুন এখানে