রাবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক ওয়েবিনার
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিলোসোফি স্টুডেন্ট এল্যায়েন্স (রূপসা)-এর উদ্যোগে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ৮টায় অনলাইন লাইভে ওয়েবিনারটি আয়োজিত হয়।
রূপসার সদস্য মারোয়া মোনাল ও শিহাব জিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা আক্তার, অধ্যাপক ড. আক্তার আলী, ড. রোকনুজ্জামান, ড. সুরাইয়া আফরোজ মিতুলী এবং নেদারল্যান্ডের এরাসমাস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলম সম্রাট।
অনুষ্ঠানের শুরুতে ওয়েবিনারের আয়োজকদের সাধুবাদ জানানোর পাশাপাশি বিদেশে স্কলারশিপ পাওয়ার বিভিন্ন প্রক্রিয়ার এবং সেখানে গিয়ে নিজেকে খাপখাইয়ে নেয়াসহ অন্যান্য দিক তুলে ধরে বক্তব্য দেন অধ্যাপক ড. শামীমা আক্তার।
দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলম সম্রাট বিদেশে অধ্যায়নকালে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি বিদেশি স্কলারশিপ পাওয়ার উপায় এবং সেখানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার নিয়ে আলোচনা করেন। বক্তব্যে শিক্ষার্থীদের স্বপ্নকে স্থির করে সময়ের সাথে তাল মিলিয়ে চলার পাশাপাশি বাস্তবতার কথা মাথায় রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন সম্রাট।
বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি এক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন করণীয় ও সম্ভবনার দিক তুলে ধরে বক্তব্য দেন ড. রোকনুজ্জামান।
অনুষ্ঠানে বিদেশি স্কলারশিপ ও উচ্চ শিক্ষার সার্বিক দিক তুলে ধরে অধ্যাপক ড. আক্তার আলী বলেন, কেউ যদি বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখে, তবে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই এবিষয়ে লক্ষ্য স্থির করা দরকার এবং সময়ের সাথে সাথে নিজেকে সেই মানের করে গড়ে তোলা। সে ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অবশ্যই প্রয়োজন পাশাপাশি একাডেমিক ফলাফলও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
এছাড়া বিদেশে পোস্ট গ্রাজুয়েশনের বিষয়ে শিক্ষার্থীদের পছন্দের ফিল্ড এবং সেই ফিল্ডে দক্ষ একজন অধ্যাপকের রিকমেন্ডেশনের পাশাপাশি ফান্ডের বিষয়েও কথা বলেন তিনি।
বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেশ এবং সেখানের আবহাওয়া ও সংস্কৃতির দিকগুলো গুরুত্বের সাথে বিবেচনার পাশাপাশি স্কলারশীপ পাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে শিক্ষার্থীদের বিভিন্ন এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস ও লিডারশীপ কাজে যুক্ত থাকার পরামর্শ দেন এ অধ্যাপক। এসময় অনুষ্ঠানে দর্শনবিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।