অসমাপ্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রাবির
করোনায় বিভিন্ন বিভাগের স্থগিত থাকা অসমাপ্ত পরীক্ষাসমূহ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল তা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১৯ সালের স্থগিত/অসমাপ্ত পরীক্ষাগুলো যথাসময়ে শেষ করা যেতে পারে। এছাড়া ২০২০ সালের পরীক্ষাগুলো নেয়া যেতে পারে। বিভাগীয় একাডেমিক কমিটি পরীক্ষার সময়সূচি গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব চলমান পরীক্ষা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত জুন মাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও রাজশাহীর করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও তা স্থগিত করা হয়।