হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে ঢাবি ছাত্রলীগ নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে রাজধানী থেকে গ্রামের বাড়িতে গেছেন। শুক্রবার (২০ আগস্ট) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার হাজিবাড়ি এলাকায় নববূধুকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি।
ওই ছাত্রলীগ নেতার নাম আব্বাস আল কোরেসী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেখাপড়া করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আব্বাস আল কোরেসী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আমিনুর রহমানের মেয়ে ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। পরে আব্বাস তার স্ত্রী জান্নাতুল নাইমাকে নিয়ে হেলিকপ্টারে করে মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নামেন। বর ও নববধূ হেলিকপ্টার থেকে নামলে তাদের বরণ করে নেন পরিবারের লোকজন।
আব্বাস আল কোরেশী জানান, করোনা মহামারির কারণে বিয়ে উপলক্ষে তেমন অনুষ্ঠানের আয়োজন করতে পারেননি। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরছেন। সেই স্বপ্ন পূরণের জন্যই পরিবারের অনুমতি নিয়ে তিনি হেলিকপ্টারে বাড়িতে আসেন।
তিনি আরও জানান, লোক দেখানো বা আহামরি কিছু করি নাই। ইচ্ছে ছিল আর সেই ইচ্ছাপূরণ করেছি।