ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতীকী ক্লাসের ঘোষণা

রাবির গাছতলায় ক্লাস নিচ্ছেন ড. আব্দুল্লাহ আল মামুন
রাবির গাছতলায় ক্লাস নিচ্ছেন ড. আব্দুল্লাহ আল মামুন  © ফাইল ফটো

ধীরে ধীরে জোড়ালো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি। এ দাবির সঙ্গে মিল রেখে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে প্রতীকী ক্লাস নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকে ঘোষণা দিয়ে গত সোমবার (১৬ আগস্ট) রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে প্রতীকী ক্লাস নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গে মিল রেখে একই বিশ্ববিদ্যালয়ের আরও একাধিক শিক্ষকও ক্লাস নেওয়ার ঘোষণা দেন।

ক্লাস নেওয়ার বিষয়ে ড. আব্দুল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, এটা আমাদের প্রতীকী ক্লাস ছিল। সপ্তাহে প্রতি সোমবার এবং মঙ্গলবার এ ক্লাস অনুষ্ঠিত হবে। এ দুইদিন আমরা আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ক্লাস করাবো। আমাদের শ্রেণীকক্ষে যাওয়ার সুযোগ না হলে আমরা এভাবে গাছতলায় ক্লাস কার্যক্রম চালিয়ে নেবো।

এর আগে, গত শুক্রবার ও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পর পর পোস্ট দেয়ার মাধ্যমে গাছতলায় ক্লাস নেয়ার ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও ৩ জন শিক্ষক। তারা হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আরবি বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসউদ এবং ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কণক।

রাবিতে ক্লাস নিচ্ছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও গাছতলায় প্রতীকী ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছেন সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।

তিনি বলেছেন, আগামী রোববার সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেব। দীর্ঘ প্রায় ১৮ মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার বাস্তবতা অনেক শিক্ষার্থীরই নেই। ছেলেমেয়েদের শিক্ষাজীবন বিলম্বিত ও বিঘ্নিত হচ্ছে। তাদের কর্মজীবনে প্রবেশ বিলম্বিত হচ্ছে। এরকম আরও অসংখ্য কারণ আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার। সব খোলা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান কেনো বন্ধ থাকবে?

এদিকে, শিক্ষক ছাড়াও একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকেও ক্যাম্পাসে প্রতীকী ক্লাস আয়োজনের কথা জানানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “রাজপথে প্রতীকী ক্লাস” কর্মর্সূচীর ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। একইভাবে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকেও একই ঘোষণা দেওয়া হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেন, সরকারের লকডাউন ঘোষণাও অপরিকল্পিতভাবে হয়, আবার অপরিকল্পিতভাবেই সরকার লকডাউন তুলে দেয়। এই চুড়ান্ত সমন্বয়হীতায় আজ দেশের আপামর ছাত্র-জনতার জীবন অনিশ্চয়তার মুখে। ইতমধ্যেই কত শিক্ষার্থী ঝরে পড়েছে। অনেকেই জীবিকার তাগিদে পড়াশোনা ছেড়ে কাজের খোজে বের হতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, এভাবে অনিশ্চয়তার মধ্যে শিক্ষার্থীরা চুপ করে বসে থাকবে না। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা হাজির না করলে আমরা রাজপথেই ক্লাস আয়োজন করবো।


সর্বশেষ সংবাদ