জাবি ভর্তি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

করোনার থাবায় গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে গত জানুয়ারিতে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। তারপর থেকে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্বায়ত্ত্বশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধের প্রস্তুতি নিলেও তাতে বাঁধা হয়ে দাঁড়ায় এই মহামারির দ্বিতীয় ঢেউ। ফলে লণ্ডভণ্ড সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার শিডিউল।

সম্প্রতি দেশের কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ায় ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা কাটছে কয়েক লাখ ভর্তিচ্ছু পরীক্ষার্থীর। চলতি মাস থেকেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বিধিনিষেধ তুলে নেওয়া এবং করোনা সংক্রমণের ওপর নির্ভর করছে স্থগিত থাকা ভর্তি পরীক্ষাগুলো আয়োজন করার বিষয়টি। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর থেকে পুরোদমে শুরু হতে পারে ভর্তি পরীক্ষা।

এদিকে, করোনার প্রদুর্ভাবের মধ্যে এখনও ঘোষণা করা হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষার দিনক্ষণ। দেশের করোনা পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে আসলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল শনিবার (১৪ আগস্ট) রাত ১২টায় শেষ হয়েছে জাবির ভর্তি আবেদন প্রক্রিয়া। এবার ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ ৭ হাজার ৯৭৮ জন শিক্ষার্থীর। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। 

জাবি ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, আমরা ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তিতেই জানিয়েছে যে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষা নিয়ে এখনও সেই সিদ্ধান্ত বহাল আছে। বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ভর্তি পরীক্ষার দিনক্ষণের বিষয়ে আমাদের জানানো হলেই পরে আমরা তা জানিয়ে দিতে পারবো।


সর্বশেষ সংবাদ